কালীঘাটের পট (পট চিত্রের বিশেষ রকমফের)
চৌকো পটের আর ও একটি বিশেষ রকমফের হল এই কালীঘাটের পট, যা বর্তমানে প্রায় বিলুপ্ত। কলকাতায় কালীঘাটের মায়ের মন্দিরে বেরাতে এসে দর্শনার্থীরা স্মৃতি হিসাবে এই পট নিয়ে যেতেন। এটা তারা মুলত ঘর সাজানোর কাজে বা কাউকে উপহার দিতে ব্যবহার করতেন।ছাপাখানা সৃষ্টি না হওয়ার কারণে এই ভাবেই কালীঘাটের পটের চাহিদা ক্রমশ বাড়তে থাকল।পরে অবশ্য এর চাহিদা কেন্দ্রীভূত হয়েছিল অন্যান্য বিষয়বস্তু নিয়ে আঁকা পটের দিকে।
প্রাথম দিকে,কালীঘাটের পট অঙ্কনে গ্রামের পটুয়া সম্প্রদায় অংশ নিয়েছিল তাই এই সব চিত্রের রেখাধরম ছিল বাংলার পটশিল্পের অনুযায়ী। তবে পরবর্তীকালে এই কালীঘাটের পটের বেশ কিছু ছবির বর্নলেপনে পটচিত্রের প্রভাব পড়ে থাকলেও চিত্রের বিষয়বস্তু বিন্যাসে যে অঙ্কনরীতি আত্মপ্রকাশ করেছিল, তাতে অবশ্য সে গুলি আর পটের অনুগামী হয়ে উঠেতে পারে নি। তবে এই কালীঘাটের পট কেই লোকচিত্রের ধারার পট সমাজের শেষ নিদর্শন বলে অভিহিত করা হয়।
মুলত সড়া চিত্র থেকে এই কালীঘাটের পট চিত্রের আঙ্গিক টা এসেছে। কালীঘাটের পট যারা আঁকেন তারা কখনোই জাত পটুয়া নন। কারন জাত পটুয়ারা যে ভাবে পট আঁকেন, তাদের চিত্র অঙ্কনে পদ্ধতি
Comments
Post a Comment