পটের ইতিহাস
পটচিত্র যে কবে থেকে শুরু হয়েছে এটা নির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে পুরানো সাহিত্যক পটে যে সব পটের উল্লেখ পাওয়া যায়, তা সেই পট গুলি কেমন ছিলো তা কেউ জানে না।
ভরত মন্দির বা সাচী স্তূপের গায়ে প্যানেলের যে ভাস্কর্য গুলি আছে, সেগুলো একটার পর একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আছে। এটাকে পটের পূর্বাভাস বলা যেতে পারে। তাই তখন যে পট ছিল না তা নিশ্চিত ভাবে বলা যায় না। তবে সেই সময় নির্দিষ্টভাবে একটি পটের হদিশ পাওয়া যায়।
চিনদেশে অনেকগুলি গুহা আছে। সেখানে পুরোটাই চিত্রিত। তবে পরবর্তীকালে ঐ চিত্রগুলির সাথে ভারতের একটা আদান-প্রদান হয়। সেই গুহাতে একটা জায়গায় একজন একটা পট তুলে দেখাচ্ছেন--এরূপ একটা চিত্র আকা ছিল। এটাকেই পট চিত্রের আদিতম নিদর্শন বলে মনে করা হয়।
Comments
Post a Comment