ট্রাডিশানাল আঙ্গিকে পট

গ্রাম বাংলায় এক শ্রেণীর মানুষ হলেন চিত্রকর। এনারা ই কাগজের উপর লম্বা ভাবে পট আঁকতেন। তারপর সেই অঙ্কিত পটের দু-প্রান্ত কাঠিতে জড়িয়ে  গুটিয়ে রাখতেন এবং সাধারণ মানুষের কাছে সেই পট ধাপে ধাপে গানের  সহযোগে খুলে দেখাতেন। ফলে সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত দক্ষিনাসরূপ চাল-পয়সা ইত্যাদি দিয়েই তাদের জীবন নিবাহ হত। এইসব পটুয়া ধমীয় ও সামাজিক পট তো আঁকতেনই, তদুপরি একসময়ের রূপকথাশ্রয়ী পট অঙ্কন করে গানের সাথে তা বণনা করতেন। কিন্তু সময়ের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামাজিক, অর্থনৈতিক তথা পরিবেশ বদলাতে  থাকে। তাই সব কিছুর ট্রাডিশনাল রূপের মতো পটচিত্রের আধুনিক প্রকাশ ঘটে চিত্রশিল্পী যামিনী রায়-এর চিত্রের মধ্যে  দিয়ে। তাছাড়া চালচিত্র অঙ্কন, থ্রি ডি শাড়ি পেন্টিং, মাটির ফুলদানি, মাটির ঘট, মাটির সড়া বা ঘর সাজানোর বিভিন্ন জিনিসের উপর নব আঙ্গিকে  অন্য ভাবে এই পেন্টিং করা হচ্ছে।
নব আঙ্গিকে পট
1, যামিনী রায়ের আঁকায় নব আঙ্গিকে  পটের ধারাকে দেখা যায়। পটের  আকাতে কখনোই কোনো দক্ষ শিল্পের পরিচয় পাওয়া যায় না। এই পটচিত্রের চিত্রগত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পুরো আঁকাতে কালো রঙের বডার লাইন দিয়ে আঁকা। এই একই ধারা দেখা যায় যামিনী রায়ের আঁকায়। তাছাড়া যামিনী রায়ের আঁকায় পটের মতো ছোট ছোট  গল্প  বলার  চেষ্টা ও স্পষ্ট।
2,ডিজাইনার শাড়ির ট্রাডিশানাল স্টাইল হিসাবে থ্রি ডি স্টাইল শাড়ি খুব  পরিচিত, যেখানে পটের মতো কোনো না কোনো গল্প কে তুলে ধরা হয়। তবে এই ডিজাইনার রা পটুয়া দের মতো অদক্ষ নয়।
3,পটের  ধারা কে অব্যাহত রাখতে অনেক পটুয়া শিল্পীরা চালচিত্রে পট, মাটির ফুলদানি ,সড়া, অথবা ঘর সাজানোর জন্য মাটির বিভিন্ন জিনিসের উপর নব আঙ্গিকে অন্য ভাবে এই পেন্টিং করে চলেছেন।
4,পুজোর সময় অনেকেই জায়গায় পটের কনসেপ্ট-এ প্যান্ডেল বানানো হয়।
পটচিত্রের চিত্রগত বৈশিষ্ট্য
1, সম্পূর্ণ চিত্র জুড়ে কোনো না কোনো গল্প কে কাহিনী র আকারে খুব সুন্দর করে ধীরে ধীরে বিশ্লষণ করা হয় গানের সাথে।
2, এই পটের  কোনো নির্দিষ্ট বিষয় হয় না।
3,প্রাথমিক ভাবে কোনো পটুয়ারা দক্ষ শিল্পী হন না। তাই স্বাভাবিকভাবেই তাদের আঁকায় দক্ষ শিল্পত্ত্বের আভাশ পাওয়া যায় না।
4,এই পটচিত্র এর মুল গুরুত্ব হল পটচিত্রের জন্য তৎকালীন সমাজের বিভিন্ন ব্যক্তি দেবতা দের কাহিনী জানার সাথে সাথে উচিত -অনুচিত  নিয়েও বহু তথ্য  জানতে পারে।

Comments

Popular posts from this blog

পট চিত্রের রকমফের

পটের উপাদান (রং,কাগজ)

চিত্র ঘরানায় পট