চালচিত্র পটের আর একটি ধারা হল দুর্গা প্রতিমার চালচিত্র। সাবেকি এক চালার দুর্গা প্রতিমার উপরিভাগে অর্ধগোলকৃতিভাবে স্থাপন করা হয় বিভিন্ন দেবদেবীর চিত্র অঙ্কিত চালচিত্র। এই চালচিত্রের মুল বিষয়বস্তু হল শিব-দুর্গা, কৈলাস,শিব অনুচর নন্দী-ভৃঙ্গী,মহিষাসুর যুদ্ধ বা দশাবতার ইত্যাদি। প্রতিমার মোড়ের উপরিভাগে অর্ধগোলাকার ভাবে একটি বাঁশের ফ্রেম তৈরি করে তার উপর কাদালেপা এক প্রস্থ মোটা কাপড় টানটান করে লাগিয়ে কাপড়ের বাড়তি অংশ ফ্রেমের পিছন দিকে মুড়ে দেওয়া হত।এবার কাদালেপা ন্যাকরাটি শুকিয়ে গেলে তার উপর খড়ি গোলার স্তর দিয়ে চিত্রটি আকার জমি তৈরি হয় এবং তার উপর পরিকল্পিত চিত্রটিকে নানা রঙ দিয়ে ফুটিয়ে তোলা হয়। এইসব চালচিত্রে সাধারণত নীল, খয়েরি, হলদে,কালো,সবুজ ও লাল রঙের ব্যবহার দেখা যায়। এই চিত্রশিল্পটির আকবার রীতি, রঙের ঔজ্জ্বল্য ও বিন্যাস এবং চিত্রের আঙ্গিকে সেই প্রথাগত পটচিত্রের ধারাটিকেই যেন অনুকরণ করেছে। রথচিত্র চালচিত্রের মতই কাঠের রথের গায়েও বেশ কিছু চিত্রসম্ভার লক্ষ করা যায়। এই রঙিন চিত্রগুলি মুলত মোটা কাপড়ের উপর একে নিয়ে রথের সজ্জায় যেমন কাঠের মূর্তি তৈরি করতেন তেমন...