পট চিত্রের রকমফের

পশ্চিমবঙ্গের মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ-চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ও বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে এই পটুয়া-চিত্রকর গোষ্ঠীর বসবাস। তবে মেদিনীপুর ও বীরভূম জেলা ছাড়া অন্যান্য জেলার পটুয়া গোষ্ঠীদের অনেকেই পট আঁকা ছেড়ে দিয়েছেন।বরং তার বদলে ছেলে ভোলানো পুতুল ও বিভিন্ন দেব-দেবীর প্রতিমা নির্মান করা ছাড়াও অনেকে কায়িক পরিশ্রমজনিত কাজের সাথে যুক্ত থেকে কোনোমতে জীবিকা নির্বাহ করে চলেছেন। পটের ধরন পটুয়া-চিত্রকর সম্প্রদায় সাধারণত তিন প্রকারের পট তৈরি করে থাকেন--- 1) দেব-মাহাত্ম্য বা সামাজিক নানান ধরনের কাহিনী নিয়ে তৈরি লম্বাটেভাবে জড়ানো পট। 2)আড়াআড়ি ভাবে তৈরি জড়ানো পট। 3)চৌকো পট। জড়ানো পট জড়ানো পট সাধারণত চওড়ায় হয় এক থেকে দেড় হাত এবং লম্বায় প্রায় চার হাত থেকে দশ-বারো হাত।পটের দৈঘ্য বৃদ্ধি হবার জন্য পট দেখানোর সুবিধার্থে পটের দু-প্রান্ত আড়াআড়িভাবে কোনো কঞ্চির সাথে জোড়ার সময় খানিকটা অংশ কাপড় যুক্ত করা হয়, যাতে কাঠি নাড়াচাড়া করার সময় কাগজের পটের অংশ ক্ষতিগ্রস্ত না হয়। উল্লেখ্য যে, আড়াআড়ি পটের বেলাতেও ঐ একই পদ্ধতিতে দু-দিকে কঞ্চির কাঠি জুড়ে দেওয়ার নিয়ম। পটু...